আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদ্যাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আজ (৮ মার্চ ২০২১) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। পাশাপাশি সারাদেশে ব্যাংকের ১৫০টি শাখায় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে আলাদাভাবে দিবসটি উদ্যাপন করা হয়। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম, এসইভিপি এবং মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ইকবাল রিজওয়ান, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিগত বছরগুলোতে নারী দিবসে কেন্দ্রীয়ভাবে ও রিজিওনাল অফিসগুলোতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হতো। তবে, এবছর করোনাকালীন সতর্কতার অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে জমকালো অনুষ্ঠান না করে প্রত্যেকটি শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে আলাদাভাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।