শিরোনাম

South east bank ad

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন কর্মকর্তার ডিএমডি পদে পদোন্নতি

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে তিন কর্মকর্তার ডিএমডি পদে পদোন্নতি

সম্প্রতি ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়েছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের তিন কর্মকর্তা। তারা হলেন মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান ও মো. আবদুল্লাহ আল-মামুন। এর আগে তারা ব্যাংকে যথাক্রমে এসইভিপি ও সিএফও, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং এসইভিপি ও মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে এ ব্যাংকে কর্মরত ছিলেন।

মোহাম্মদ নাদিম ২০০৪ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিএফও হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

আবেদ আহাম্মদ খান ১৯৮৮ সালে গ্রামীণ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন।

মো. আবদুল্লাহ আল-মামুন ১৯৯৮ সালে এ ব্যাংকে প্রথম ব্যাচে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ বিভাগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগে দায়িত্ব পালন করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: