গাজীপুরের শ্রীপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়াল সভার মাধ্যমে এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মাওনা শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, উপশাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ভবন মালিক ডা. মো. শফিকুল ইসলাম, আরমডা স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার আজিজুর রহমান খান ফরহাদ, কাউন্সিলর রমিজ উদ্দিন ও ব্যবসায়ী শামসুল হক, আবুল প্রধান, হাজী সাইফুল ইসলাম ও আব্দুর রউফ প্রধান প্রমুখ।