কুমিল্লায় রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগের আওতাধীন নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনলাইনে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন খন্দকার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান।
কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে বিভাগীয় ইনচার্জ মো. মঞ্জুর মুর্শেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে কুমিল্লা বিভাগের ৭৩ শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় ইনচার্জ ও অন্যান্য নির্বাহী কর্মকর্তা অংশ নেন।