শিরোনাম

South east bank ad

শরিয়াহ্‌ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শরিয়াহ্‌ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি সব শাখা থেকে শরিয়াহ্‌ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে এ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের জানুয়ারি থেকে 'আল আমিন' নামের ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে আট শাখায় ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংকটি।

নতুন প্রজন্মের ব্যাংকটির বর্তমানে ৮৩ শাখা, ৪০০ উপশাখা ও ৫৮৯ এজেন্ট পয়েন্ট রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ফলে এসব সেবা কেন্দ্র থেকে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি অনলাইনে ইসলামী ব্যাংকিং সেবা দেওয়া যাবে। বর্তমানে প্রধান শাখা, গুলশান, রাজশাহী, চট্টগ্রামের ওআর নিজাম রোড, বরিশাল, খুলনা, রংপুর ও সিলেট শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু আছে।

এনআরবিসির চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, চাহিদা বিবেচনা করে সব শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শরিয়াহ্‌র সব নীতিমালা মেনে আলাদা হিসাব সংরক্ষণের মাধ্যবে এ সেবা দেওয়া হবে।

বর্তমানে দেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে ১০টি। নতুন করে যমুনা ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে। এর বাইরে প্রচলিত ধারার আরও ১৭ ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা বা উইন্ডোর মাধ্যমে সেবা দিচ্ছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: