শিরোনাম

South east bank ad

সঞ্চয়ী হিসাব অপরিবর্তিত থাকছে ডাচ্-বাংলা ব্যাংকের

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ডাচ্-বাংলা ব্যাংকের স্যালারি ও স্টুডেন্ট অ্যাকাউন্টকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র সঞ্চয়ী হিসাবে গ্রাহকদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে সঞ্চয়ী হিসাবকে দুটি প্রোডাক্টে বিভক্ত করে ব্যাংকের উক্ত গ্রাহকগণ যে প্রোডাক্টে তার অ্যাকাউন্ট পরিচালনা করতে ইচ্ছুক, তা জানতে চেয়ে ব্যাংকের শাখাসমুহ থেকে কিছু কিছু গ্রাহকদের কাছে ইতিমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে কিছু সম্মানিত গ্রাহকদের অনুরোধে সঞ্চয়ী হিসাবকে দুইটি প্রোডাক্টে বিভক্ত না করে বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই অপরিবর্তিত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি, ২০২১) ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ্-বাংলা ব্যাংক আরও বলেছে, সম্মানিত গ্রাহকদের মধ্যে যারা ইতিমধ্যে পত্র পেয়েছেন তাদেরকে ওই পত্রটি বিবেচনায় না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: