অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ সামনে রেখে অগ্রণী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম এ সংস্করণের উদ্বোধন করেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করেছে অগ্রণী ব্যাংক।
এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, মো. ওয়ালিউল্লাহ, মহাব্যবস্থাপক (সিআইটিও) মুহাম্মদ মাহমুদ হাসান, সিএফও মো. মনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম, হোসাইন ঈমান আকন্দ প্রমুখ।