পদ্মা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। রাজধানীর গুলশানে করপোরেট হেড অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উৎসবের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
এ সময় দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন বছর উপলক্ষে পদ্মা ব্যাংকের সব গ্রাহক, শুভানুধ্যায়ী ও কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু ও উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ল অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, সিএফও শরিফ উল ইসলাম প্রমুখ।