এমটিবি এবং জিডি এসিস্টের মধ্যে চুক্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং জিডি এসিস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি, কোম্পানি সচিব ও জিডি এসিস্টের এমডি সৈয়দ মইনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ও সিইও ফারজানাহ্ চৌধুরী, ডিএমডি ও গ্রীন ডেল্টা সিকিউরিটিজের এমডি ও সিইও ওয়াফি শফিক মেনহাজ খান, গ্রীন ডেল্টা ক্যাপিটালের এমডি ও সিইও মো. রফিকুল ইসলাম, এমটিবির হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. তৌফিকুল আলম চৌধুরী এবং হেড অব কমিউনিকেশনস ডিপার্টমেন্ট আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় এমটিবি অঙ্গনার, এমটিবি ভিসা সিগনেচার ও এমটিবি মাস্টার কার্ড ওয়ার্ডের গ্রাহকরা এবং এমটিবির কর্মকর্তারা জিডি এসিস্টের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।