কক্সবাজার বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর এয়ার লাউঞ্জ উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে গ্রাহকদের জন্য অত্যাধুনিক সেবাসংবলিত এমটিবি এয়ার লাউঞ্জ চালু করেছে।
এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী ভার্চুয়াল মাধ্যমে লাউঞ্জটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এমটিবির বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং পরিচালক মো. হেদায়েত উল্লাহ লাউঞ্জটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবর রহমান, এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উপস্থিত ছিলেন।