ঢাকা ওয়াসার বিল কালেকশনে ১ম পুরস্কার পেল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৩৪টি ব্যাংক ও তিনটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মধ্যে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’-এ প্রথম স্থান অধিকার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ১৬ জানুয়ারি, ২০২১ ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইব্রাহীম।
বিভিন্ন ব্যাংক কর্তৃক ঢাকা ওয়াসার সর্বোচ্চ রাজস্ব আদায়ের জন্য সম্মাননা স্বরূপ শনিবার সকালে ঢাকা ওয়াসার কনফারেন্স সেন্টারের (ডিডব্লিউসিসি) বুড়িগঙ্গা হলে ২০১৯-২০ অর্থবছরের জন্য ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। এ ছাড়া বিল কালেকশনের সঙ্গে সংযুক্ত ৩৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।