মার্কেন্টাইল ব্যাংকের সাতমসজিদ রোড শাখা এমবিএল সেন্টারে স্থানান্তর

মার্কেন্টাইল ব্যাংকের 'সাতমসজিদ রোড শাখা' ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে স্থানান্তরিত হয়ে রোববার থেকে কার্যক্রম শুরু করেছে।
ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সংযুক্ত হয়ে নতুন ঠিকানায় সাতমসজিদ রোড শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা। আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ইফাদ অটোজের নির্বাহী পরিচালক আবির বকশি এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কামাল জুবেরী।