ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফেনীকে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অনুদান

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীকে ইটিটি মেশিন কিনতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
সম্প্রতি ব্যাংকের ফেনী শাখাপ্রধান মো. শাহাদাত হোসেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এসএম নুর উদ্দিন বাবুল ও যুগ্ম কোষাধ্যক্ষ মো. ফরিদ আহম্মদ ভূঞা এবং ব্যাংকের দাগনভূঞা শাখাপ্রধান মনোয়ার হোসেন, ছাগলনাইয়া শাখাপ্রধান মো. জাহিদ হোসেন, রাজনগর শাখাপ্রধান জিয়াউল করিম, মুন্সিরহাট শাখাপ্রধান জিয়া উদ্দিন আহমেদ, কোরাইশমুন্সী শাখাপ্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।