South east bank ad

একজনের সঞ্চয়পত্রের টাকা তুলে নিয়ে গেছেন আরেকজন!

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

একজনের সঞ্চয়পত্রের টাকা তুলে নিয়ে গেছেন আরেকজন!

জালিয়াতির মাধ্যমে অন্যের সঞ্চয়পত্রের টাকা তুলে নেওয়ার ঘটনায় অপরাধী চক্রের বিরুদ্ধে মামলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।

মুখপাত্র বলেন, সঞ্চয়পত্র থেকে যাদের হিসাবে অর্থ গেছে এবং যারা জালিয়াতিতে জড়িত, তাদের চিহ্নিত করে মামলা করা হবে। সঞ্চয়পত্রের সিস্টেম যারা পরিচালনা করেন, তাদের কারও পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে মতিঝিল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে জালিয়াতির মাধ্যমে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম থেকে অর্থ তুলে নিয়েছে একটি অপরাধী চক্র। সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙিয়ে অন্যের অর্থ নিজের একাউন্টে স্থানান্তর করে নিয়ে যায়। সব মিলিয়ে ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। এভাবে আরও প্রায় ৫০ লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করলে তা আটকে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়ে। এর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, এই জ্বালিয়াতির সঙ্গে একদিকে বাংলাদেশ ব্যাংকের সিসটেম ব্যবহার করে এমন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি সামনে চলে এসেছে। অন্যদিকে সার্ভিকভাবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলোদেশ ব্যাংক আর্থিক খাতের এ ধরনের ঘটনার পূনরাবৃদ্ধি রোধ করতে গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপে নিতে যাচ্ছে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: