শিরোনাম

South east bank ad

রাসেল ইন্ডাস্ট্রিজের বাইক রাইড শুরু আজ

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নিরাপদ মোটরসাইকেল চালানোয় উদ্বুদ্ধ করতে দেশব্যাপী 'Tour De spirit' (ট্যুর ডি স্পিরিট) নামে ৬৪ জেলায় সচেতনতামূলক বাইক রাইডের আয়োজন করছে লিফান মোটরসাইকেল’র কান্ট্রি অফিস রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ সোমবার ভোর ৭টায় রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে যাত্রা শুরু করবে বাইকাররা যা শেষ হবে আগামী ১০ জানুয়ারি। ২০ দিনের এই রাইডে বাইকাররা ৬৪ জেলায় প্রায় ৮০০০ মাইল পাড়ি দেবেন, বিভিন্ন এলাকায় বাইকারদের জন্য আয়োজিত হবে সতর্ক সভা। হেলমেটের ব্যবহার, নিরাপদ গতিতে মোটরসাইকেল চালানো, ট্রাফিক সংকেত মেনে চলা ইত্যাদি বিষয়ে স্থানীয় বাইকারদের সতর্ক করার পাশাপাশি বিতরণ করা হবে নিরাপত্তা মডিউল সংযুক্ত লিফলেট। গত তিন মাস ধরেই এই প্রোজেক্টের গ্রাউন্ডে কাজ করা হচ্ছে, যোগাযোগ করা হয়েছে প্রায় সব জেলার বাইকারদের সঙ্গে, রোডম্যাপ নির্ধারণ, নিরাপত্তা মডিউল বানানো ইত্যাদি কাজ সম্পন্ন করায় ডেডিকেটলি চারজনের একটি টিম কাজ করেছে বলে জানান রাসেল ইন্ডাস্ট্রিজের কর্ণধার আবসার রাসেল। এই ৮০০০ মাইলের রাইডে সমস্ত বাইকাররা ব্যবহার করছেন লিফানের কচজ এবং কচ১৫০ মডেলের মোটরসাইকেল। বিজ্ঞপ্তি
BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: