শিরোনাম

South east bank ad

পুলিশ কর্তৃক বহুল আলোচিত “আমিন রহমান ট্রাভেলস এর প্রোফাইটর” প্রতারক আমিনুর রহমান গ্রেফতার

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অদ্য ০১/০৩/২০২২খ্রিঃ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় বহুল আলোচিত “আমিন রহমান ট্রাভেলস এর প্রোফাইটর” প্রতারক আমিনুর রহমান (৩৪) পিতা-তোফাজ্জল আলী, মাতা-রুপতারা বেগম, স্থায়ী: গ্রাম-নিজগাঁও (ডাকঘর ছানবাড়ীবাজার), উপজেলা/থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমান: গ্রাম- উপশহর (বাসা নং-৯৬, রোড নং-৪, জি-ব্লক), উপজেলা/থানা-শাহপরান (র:), জেলা-সিলেট, দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, সিলেট এর দিক নির্দেশনায় ও জনাব মোঃ সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী, পিপিএম(বার), সহকারী পুলিশ কমিশনার, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটের নেতৃতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/যতন চন্দ্র পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে “আমিন রহমান ট্রাভেলস এর প্রোফাইটর” প্রতারক আমিনুর রহমানকে গ্রেফতার করেন।

জানা যায় জনৈক ফখরুল ইসলাম (২৮) পিতা-মোঃ আলাউদ্দিন মিয়া, মাতা-মোছাঃ আঙ্গুরা বেগম, সাং-বানেশ্বপুর, থানা-দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট সহ অনেক রোমানিয়া গমনে ইচ্ছুক লোকজনদের রোমানিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে চুক্তিপত্রের মাধ্যমে এজাহারনামীয় ১নং আসামী আমিনুর রহমান “আমিন রহমান ট্রাভেলস” হক সুপার মার্কেট, জিন্দাবাজার, সিলেট এর মাধ্যমে প্রতি জনের নিকট হতে ৭,৩০,০০০/- টাকা সহ অন্যান্য ১৮ জন লোকের নিকট হতে প্রায় ১৫,০০,০০,০০০/- (পনের কোটি) টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে।

এছাড়াও আসামী আমিনুর রহমান বিভিন্ন লোকজনদের রোমানিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পৃথক পৃথক চুক্তিপত্রের মাধ্যমে লোকজনদের নিকট হতে সর্বমোট ৩৫/৪০ কোটি টাকার অধিক পরিমাণ টাকা আত্মসাৎ করেছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: