তাল গাছের নিচে পরে লড়ী চালকের মৃত্যু
জাহিদ, (ভালুকা):
ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া ইউনিয়নের পাঁচ গাও গ্রামের এক লড়ী চালক তাল গাছের নিচে পরে নিহত হয়েছেন।
আজ (২৮ ফেব্রুয়ারি) সোমবার বিকালে পাঁচ গাও গ্রামের ৭দাগে একটি স মিলে লড়ী থেকে তালগাছ স মিলে নামানোর সময় অসাবধানতা বশত তাল গাছটি ছিটকে পরে যায়।
ওই সময় লড়ীর চালক তাল গাছের নিচে পরে মাথা থেতলে যায়।
আহত লড়ীর চালককে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মারা যায়।
নিহত লড়ীর চালক পাঁচ গাও গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইবালী (৪৫)।