সাংবাদিক এস এম রুবেলের দাদির ইন্তেকাল
শফিকুল খান জনি, (ফরিদপুর):
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি এস এম রুবেল এর দাদি ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন)।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) ভোর চারটায় বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে তার নিজ বাসভবনে ইন্তকাল করেন। এসময় তিনি তার ছয় ছেলে ও এক মেয়েসহ নাতি-পোতা আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখেগেছে।
তার জীবিত সময়ে তিনি তার আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছে খুব প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। গত ১০ বছর আগে তার স্বামী মহিউদ্দিন সরদার ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।
তার পক্ষ থেকে তার বড় ছেলের ছেলে তার নাতি এস এম রুবেল সকল লেখক, পাঠক, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের কাছে তার দাদা-দাদির রুহের মাগফেতার কামনায় দোয়া চেয়েছেন।