শিরোনাম

South east bank ad

কিংস অ্যারেনা বাংলাদেশ ফুটবলের গর্ব

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের গড়া হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশের ইতিহাসে যা এর আগে কখনোই ঘটেনি। দেশের ঐতিহ্যবাহী দলগুলাও এখনো পারেনি নিজেদের হোম ভেন্যু বানাতে।

কিন্তু মাত্র কয়েক বছরের পথ চলায় কিংস অ্যারেনা বানিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস।

আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে বসুন্ধরা কিংস অ্যারেনার। বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের মতে, 'কিংস অ্যারেনা দেশের জন্য গৌরবের ব্যাপার।

আমাদের এই কিংস অ্যারেনায় যে সুযোগ-সুবিধা আছে উপমহাদেশের বা এশিয়ার গুটিকয়েক ক্লাবগুলোতে রয়েছে। এটা আমাদের জন্য গৌরবের, দেশের সবার জন্যই গৌরবের ব্যাপার। '

প্রায় ৩০০শত বিঘা জমির উপর তৈরি করা হচ্ছে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স। যেখানে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ওপেন গলফ, হকি, বাস্কেটবল, ভলিবল, আর্চারি, শুটিংয়ের মতো ইভেন্টের ব্যবস্থা থাকছে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের ভাষ্যমতে, 'আমাদের আন্তর্জাতিক অঙ্গনে গর্ব করার মত বেশি কিছু নেই। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের মধ্যে দিয়ে কিছুটা হলেও গর্ব করার সুযোগ হল।

আর্জেন্টিনা-ব্রাজিলেও এই কমপ্লেক্স নিয়ে লেখালেখি হয়েছে। আমি মনে করি ক্রীড়া কমপ্লেক্স আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরবে। '

কিংস অ্যারেনা নিয়ে ইমরুল হাসান আরো বলেন, 'বসুন্ধরা কিংস অ্যারেনার কাজ আগামী দুই থেকে চার মাসের মধ্যে শেষ হবে। ফুটবল মাঠের কাজ পূর্নাঙ্গভাবে শেষ হলে আগামী বছরেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। '

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: