শিরোনাম

South east bank ad

কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ : প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

যশোরের শার্শায় কলেজ পড়–য়া মেয়েকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়েছে বখাটে জসিম উদ্দিন ও তার লোকজন।

গত (১২ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উপজেলার মাটিপুকুর গ্রামে এ ঘটনা ঘটলেও স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি মঙ্গলবার জানানো হয়। বখাটে জসিম উদ্দিন ওই গ্রামের হাশেম আলীর ছেলে। এ ঘটনায় রবিবার শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিত পরিবার।

জানা যায়, গত শনিবার দুপুরে মাটিপুকুর গ্রামের রবিউল হোসেনের কলেজ পড়–য়া মেয়ে বাড়ির পাশে কুল পাড়ার জন্য একটি কুল বাগানে যায়। দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসা জসিম উদ্দিন আগে থেকে ওঁৎ পেতে থেকে কুল বাগানে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় মেয়েটি চিৎকার করতে থাকে এবং অনেক চেষ্টার পরে পালিয়ে আসতে সক্ষম হয়। মেয়েটি বাড়িতে গিয়ে কান্না করতে থাকে এবং ঘটনাটি বাবা মাকে খুলে বলে।

ঘটনা শুনে মেয়েটির বাবা জসিম উদ্দিনকে ডেকে কৈফিয়ৎ চাইলে তখনি রবিউলের উপর চড়াও হয় বখাটে জসিম।
মোবাইলে ফোন করে নিজের সঙ্গীয় আরো কয়েকজনকে ডেকে এনে রবিউলের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করে চলে যায়।

রবিউল হোসেন এ ঘটনার সঠিক বিচার ও বখাটে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে রবিবার শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযুক্তরা ঘটনাটি ধামাচাপা দিতে ঘরোয়া ভাবে মেটানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এবং থানায় অভিযোগ দায়ের হওয়ায় আবারো চড়াও হয়ে ওঠে বখাটে জসিম উদ্দিন ও তার সহযোগীরা। তারা নানা হুমকি দিচ্ছে পরিবারটিকে।

রবিউল হোসেন জানান, আমার মেয়ে বর্তমান একাদশ শ্রেণির ছাত্রী। অনেক আগে থেকেই বখাটে জসিম আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। এখন থানা থেকে অভিযোগ তুলে নিতে বিভিন্ন সময়ে হুমকি ধামকিসহ নানাবিধ ভয়ভীতি দিচ্ছে অভিযুক্তরা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: