গৌরীপুরে ইউআরসি ইনস্ট্রাক্টরের বিদায় ও বরণ
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের (ইউআরসি) প্রশিক্ষক মাকসুদা বানুর বিদায় ও নবাগত মঞ্জুরা রহমানের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক স্কুলের সরকারী শিক্ষকদের স্থানীয় সংগঠন সরকারী শিক্ষক প্যানেলের উদ্যোগে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
হরমুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, পৌর সভার প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক দেওয়ান কামরুল হাসান কামাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, মোঃ হাদিউল ইসলাম ও রাশেদুল ইসলাম, পৌর মডেল সঃ প্রাঃ স্কুলের প্রধান শিক্ষক একে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস, সূর্যবালা সঃ প্রাঃ স্কুলের প্রধান শিক্ষক আমজাত হোসেন, শেখ লেবু সঃ প্রাঃ স্কুলের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সহাকারী শিক্ষক ফারুকুল ইসলাম প্রমুখ।
এতে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।