শিরোনাম

South east bank ad

ত্রিশালে এম আর গ্রুপের রোজ বিউটি গার্ডেন উদ্বোধন

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রাণ কেন্দ্র জিরো পয়েন্টে শুভ উদ্বোধন হলো রোজ বিউটি গার্ডেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে উদ্ধোধন করেন এম আর গ্রুপের কর্ণধার মোস্তেকা আনোয়ার।

এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক পৌর মহিলা কাউন্সিলর নাছিমা পারভীন, রীতা পারভীন সহ এলাকার অনেক মহিলা ও পুরষ ব্যবসায়ীরাও উপস্থিত থেকে মিলাদ ও দোয়া মাহফিল অংশ গ্রহণ করেন।

পার্লারের বিউটিশিয়ান লিপা নকরে জানান, আমি দীর্ঘদিন যাবত বাঁকা শহরে বিভিন্ন পালারে কাজ করে আসছি। আমরা এ শুভ উদ্বোধন কালে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

এই প্রতিষ্ঠানের কর্ণধার জানান, এখানে সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। ত্রিশালে এই প্রথম ঢাকার আদলে শীতাতপ নিয়ন্ত্রিত বিউটি গার্ডেনটি উদ্ধোধন করেছি মহিলাদের সুবিধার্থে। এটি শুধু মাত্র মহিলাদের জন্য প্রজেয্য এখানে আপনারা যেকোনো মেয়ের বিয়ের পূনাঙ্গ সাজ, চুল কাটা, মেহেদি পড়ানো, ফেসিয়াল,মেনিকিউর পেডিকিউর পার্টি সাজ, এমকি বাসর ঘর সাজানো, বিয়ের গাড়ি সাজানো সহ বাসা বাড়িতে গিয়ে কনে সাজানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: