শিরোনাম

South east bank ad

মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত মসজিদের সামনে থেকে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী ) দুপুরের (জোহর) নামাজের সময় একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলটি একই উপজেলার শিতাগ্রাম এলাকার মৃত জরিপ উদ্দিনের ছেলে আবুল হাশেমের।

আবুল হাশেম জানান, প্রতি দিনের ন্যায় আজ মঙ্গলবার হেলিপোর্ট এলাকার জামে মসজিদের সামনে আমার ব্যবহৃত হিরো ডিলাক্স (কিক) ১০০ সিসি লাল রংঙের মোটরসাইকেলটি লক করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের ভিতরে প্রবেশ করি।

নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি রেখে যাওয়া স্থানে আমার মোটরসাইকেলটি নাই। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মৌখিকভাবে থানায় অবগত করেছি।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, মোটরসাইকেল চুরির একটি মৌখিক অভিযোগ পেয়েছি।
চোরকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: