শিরোনাম

South east bank ad

সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবকের কারাদন্ড

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ):

গোপালগঞ্জে অবৈধভাবে সরকারী খাল ভরাট করার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা সিংগাতী গ্রামের জিকরুল শেখের ছেলে শরীফুল শেখ (২১) ও একই উপজেলার কদমতলা গ্রামের কিমো মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২২)।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা জানান, শহরতরীর জেলা কারাগারের সামনে অবৈধভাবে সরকারী খাল ভরাট করছিল শরীফুল ও মাহুমদসহ তাদের লোকজন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সরকারী কমিশনার (ভূমি) মিলন সাহা ওই স্থানে অভিযান চালান। এসময় অবৈধভাবে সরকারী খাল ভরাট করার দায়ে শরীফুল ও মাহুমদকে এক বছর করে কারাদন্ড প্রদান করে জেলা হাজতে পাঠানো নির্দেশ দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: