শিরোনাম

South east bank ad

বসতভিটা নিয়ে বিরোধে একাধিক মামলা

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাজাগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একই ঘটনায় একাধিক মামলা হয়েছে। মারপিটের ঘটনায় আদালতে
পিতা পুত্রসহ ৭ জনের নামে মামলা করা হয়েছে।

মামলাটি করেন গোয়াল পাড়া এলাকার মৃত আ. রশিদের ছেলে সফিজুল আলম।

আসামিরা হলেন, রাজাগাঁও এলাকার রবিউল ইসলাম, সাগর, জয়নাল, তাহমিনা, পারভীন, সরকার পাড়ার হেলাল, লক্ষীপুরের বজলার।

গত ১১ ডিসেম্বর হামলা ও বাড়িতে ভাংচুর, বাধা দিতে গেলে স্বাক্ষীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে হারকাটা জখম হয়। পরে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে যায়।

বিবাদী রবিউল ইসলাম গং পরে ১৮ ডিসেম্বর আপোষের কথা বলে সপিজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, সেখানে কথা কাটাকাটি হলে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ঘিরে ধরে এবং লোহার রড দিয়ে আবারো মারপিট করে বাদী সপিজুল অজ্ঞান হলে পরে পরিবারের লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

সেখান থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে বিজ্ঞ আমলী আদালত-৫ আটোয়ারী,পঞ্চগড়। গিয়ে ২১ ডিসেম্বর আদালতে পিটিশন দাখিল করলে আদালত তা পিবিআইকে তদন্তের জন্য আদেশ দেন।

মামলার বাদী সপিজুল আলম জানান, বাড়ি থেকে আমাকে ডেকে নিয়ে মারপিট করেছে। পরে দুই পক্ষের লোকজন বেশী হলে আবারো মারপিট হয়ে দু পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসা নেয়। একটি ঘটনাকে কেন্দ্র করে জয়নাল আবেদিনের ছেলে সাগর হোসেন বাদী হয়ে আটোয়ারী থানায় ১৯ ডিসেম্বর ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলা টি বর্তমানে তদন্তাধিন আছে কিন্তু একই ঘটনা নিয়ে সাগর হোসেনের পিতা জয়নাল আবেদিন গত ৩ জানুয়ারি আমলী আদালত ৫ আটোয়ারী পঞ্চগড় আদালতে একই ঘটনার জন্য ৬জনকে আসামী করে আরও একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় একাধিক মামলা হওয়ায় ক্ষতিগ্রহ্য হওয়ার আশংকা করছেন এই মামলার বিবাদী পক্ষ।

একই ঘটনায় দুই মামলা দায়ের করার বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদিন জানান, আমার ছেলে সাগর থানায় মামলা করেছে, তাই ওদের শিক্ষা দেওয়ার জন্য আমি কোর্টে মামলা করেছি।

একই ঘটনা নিয়ে একাধিক মামলা দায়ের হওয়ার বিষয়ে নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আজিজার রহমান আজু জানান, একই ঘটনা নিয়ে একাধিক মামলা দায়ের হলে দুই মামলা একই কোর্টে বিচার করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: