শিরোনাম

South east bank ad

স্বজনদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ সিআইডি’র

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ মৃতদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি।

সোমবার বিকেলে ঝালকাঠির পৌর মিনি পার্কে সহকারী পুলিশ সুপার অরিত সরকারের নেতৃত্বে সিআইডি’র একটি দল নমুনা সংগ্রহ করে। নমুনা হিসেবে স্বজনদের রক্ত নেয়া হয়েছে।

কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিআইডির পুলিশ সুপার মো. হাতেম আলী, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে। বরগুনা থেকে আসা জনি জানান, “বোন তাসলিমা, ভাগ্নি মিম ও তানিশা, পুত্র জোনায়েদকে নিয়ে ঢাকা থেকে লঞ্চে ফেরার সময় আগুন লাগলে আমি বের হতে পারলেও তারা আর বের হতে পারেনি। এখন পর্যন্ত তাঁদের কোন সন্ধান না পেয়ে ডিএনএ পরীক্ষার জন্য রক্ত দিয়েছি।”

একই কথা জানালেন রিপন হোসেন নামে আরেকজনেও।

তাছাড়াও স্বজনদের সন্ধানে নমুনা দিয়েছেন হনুফা আক্তার রিমুর (২১) পিতা হারুন, মোতাচ্ছিমের (১০) পিতা সেন্টু মিয়া, ইদ্রিস খানের (৫২) ছেলে হাফেজ মরিাজ, রুসনি আক্তার লিমার (১৫) ভাই রিসান সিকদার, রিনা বেগমের (৩৫) ভাই ফোরকান, ফজিলা আক্তার পপির (৩৭) মা আমেনা, রেখা বেগমের (৩৮) বোন রহিমা, জুনায়েদ হোসেনের (৭) পিতা জাহাঙ্গির, আরিফুল ইসলামের (৩৫) বোন আয়েশা, কুলসুমের (৪) মাতা খাদিজা বেগম, আব্দুল হাকিমের (৪৫) ভাই আব্দুর রশিদ, মো. পাখ’র (৩২) এর মেয়ে হাফসা, মো. নসরুল্লাহ (১) বোন হাফসা, রিনা’র (৩২) বোন শিল্পী, রুশনী আক্তার লিমার (১৪) পিতা শাহীন, রাজিয়া সুলতানার (৪০) ছেলে হেলাল, রাজিয়া সুলাতানা’র (৪০) মেয়ে জান্নাত ফেরদাউস, নুসরাত’র (৮) পিতা ইসমাইল, মাহিন’র (৩৪) পিতা আব্দুুল হক সরদার, আব্দুল হক’র (২৮) বোন সনিয়া, তাসলিমা’র (৩০) ভাই জনি, মিম (১৫) ও তানিশা’র (১২) পিতা সুমন সরদার, জুনায়েদ’র (৮) পিতা জনি, মো. শাকিলের (৩২) মাতা আকলিমা, শারমিন আক্তার পান্না’র (২৫) বোন ঝর্না, আব্দুল্লাহ (৪) ও আছিয়া’র (১) পিতা রাসেল, মো. জীবন (১২) ও ইমন’র (৮) মাতা পুতুল, মাহিন (১২) পিতা মাসুম, জাহানারা বেগম’র (৩৫) ভাই আ. ছত্তার।

সিআইডির সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান, “লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধারকৃত মরদেহ শনাক্তে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা হিসেবে রক্ত হয়েছে।”

পরীক্ষার ফলাফল পেতে ৩/৪সপ্তাহ সময় লাগবে। ফলাফল পেলেই শনাক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: