শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নজরুল, (ময়মনসিংহ):

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

টিটিসি ময়মনসিংহের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। দক্ষতা অর্জন করে এবং চাকরি সম্পর্কে নিশ্চিত হয়ে বিদেশে চাকরির জন্য গমনের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ লেহাজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন টিটিসি
সিনিয়র শিক্ষক ড. প্রকৌশলী মোঃ ফজলুর রহমান প্রমূখ। এতে বিদেশগামী, টিটিসি শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: