মাধবপুরে ইউপি নির্বাচন প্রার্থীদের নিয়ে বিটি পুলিশিং সভা
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে আসন্ন ৫ জানুয়ারি ইউপি নির্বাচন উপলক্ষে আন্দিউড়া ইউপিতে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদ অফিসে আইনশৃঙ্খলা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এসময় সভার সভাপতিত্ব করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহসীন আল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া, পুলিশ পরিদর্শক মোঃ আরিফুজ্জামান, মাধবপুর সার্কেল, এসআই হুমায়ুন কবির।
সভায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান অতিক, নেপাল চন্দ্র দাস, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ এবং আন্দিউড়া ইউপি আ'লীগ সভাপতি অপু চৌধুরী, সম্পাদক মিজানুর রহমান, ফকির কাউছার, এখলাস সিরাজী সহ প্রমূখ উপস্থিত ছিলেন।