শিরোনাম

South east bank ad

গলাচিপায় মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রের সন্ধান চাই

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সঞ্জিব দাস, (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপায় বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে হারিয়ে যাওয়া হিমেল(১৩) এর সন্ধান তিনদিনেও পাওয়া যায়নি।

হিমেল উপজেলার চর কাজল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়ামিন পাহলানের ছেলে এবং পটুয়াখালীর হেতালিয়া বাধঘাটের আল মাদরাসাতুল আরাবিয়া মিফতাহুল উলুম মাদ্রসার হিফজ খানার ছাত্র।

এ ঘটনায় তার মা মোসা হালিমা বেগম সোমবার গলাচিপা থানায় সাধারণ ডাইরি করে। যার নং ৭১২। ডাইরি সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় মাদ্রাসা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে খোজ নিলে মাদ্রাসায় যায়নি বলে কর্তৃপক্ষ জানায়। নিকট আত্মীয় স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও হিমেলকে পাওয়া যায়নি।

হিমেলের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ফুট ১ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য চিকন, পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল। কোনো সহৃদয়বান তার সন্ধান পায় তাহলে এই (নানা-০১৭৯৮৪০৯৫৮৪) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে হিমেলের পরিবার।

এমএফ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: