নেত্রকোনা বারহাট্টায় উপজেলা সীমানা তোরণ উদ্বোধন
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিদ্বারা নির্মিত বারহাট্টা উপজেলার সীমানা তোরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বারহাট্টা উপজেলা পরিষদের বাস্তবায়নে ২১ লক্ষ টাকা ব্যয়ে এই নির্মিত তোরণ এর শুভ উদ্বোধন করেন, সমাজকল্যাণ প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু ও বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজি আব্দুল ওয়াহেদ, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সানজিদা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা ও সাত ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ