শিরোনাম

South east bank ad

ছাগলের সঙ্গে এ কেমন শত্রুতা!

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে ইদ্রিস হাওলাদার নামে এক অসহায় ভ্যান চালকের তিনটি ছাগল অগ্নিসংযোগ করে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে দুটি ছাগলের মৃত্যু হয়েছে এবং একটি ছাগল গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেচর ক্রোকিরচর গ্রামের দরিদ্র ভ্যানচালক ইদ্রিস হাওলাদার দীর্ঘদিন ধরে তিনটি ছাগল পালন করে আসছিল। ইদ্রিস ওই ছাগল তিনটি তার বসত ঘরের পেছনের ছোট একটি খুপড়ি ঘরে বেধে রেখেছিলেন। কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে আনুমানিক ৩-৪ জন দুর্বৃত্তরা মিলে ছাগল রাখা ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ আগুনে ঘরসহ তিনটি ছাগল পুড়ে যায়। দুইটি ছাগলের ঘটনাস্থলেই মারা যায়। এতে করে ওই দরিদ্র ভ্যানচালকের ঘরসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।

ক্ষতিগ্রস্ত ভ্যানচালকের স্ত্রী হাসিনা বেগম কান্না জরিত কন্ঠে বলেন, শত্রুতা করে বিনা কারনে আগুন দিয়ে আমার ছাগলগুলোকে শেষ করে দিয়েছে। আমার এখন আল্লাহ ছাড়া বিচার দেওয়ার মত কেউ নেই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: