শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে নাবালিকা ধর্ষন চেষ্টার অভিযোগ

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোনাস্থ দুর্গাপুরের পল্লীতে নাবালিকা ধর্ষন চেষ্ঠার অভিযোগ উঠেছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায় উপজেলার শ্রীরামখিলা গ্রামের শাহ আলমের শিশুকন্যা রিয়ামনি (১২)তার দাদী পুশিশের নেছা গুল(তামাক পাউডার)কিনে আনতে পার্শবর্তী দোকানে পাঠায়। ফেরার পথে ঐ পাড়ার লপ্পট নারীলোভী বিল্লাল রিয়া মণি’র গতিরোধ করে এবং তাকে জাবরাইয়া ধরিয়া বশতবাড়ীর পিছনে জঙ্গলে নিয়া জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। তার চিৎকারে লোকজন আসতে দেখে ঐ লম্পট ঘটনাস্থল ত্যাগ করে সেই সাথে ঐ শিশুটি ধর্ষনের হাত থেকে রক্ষা পায় এবং সাথে সাথে স্থানীয় কাসেম আলীর বাড়ীতে দৌড়েগিয়ে আশ্রয় নেয়।

এ ঘটনায় ভিটটিমের দাদী পুশিশের নেছা বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেণ। এস.আই ফাহাদ বলেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে এবং অভিযোগটি এফআইআর করা হয়েছে যাহার নং ২ তারিখ ২/১১/২০২১ ইং।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: