শিরোনাম

South east bank ad

চেয়ারম্যান পদে ১৪ ইউপিতে ৬২জন প্রার্থীর মননোয়ন পত্র দাখিল

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):

চতুর্থ ধাপে আগামী (২৮ নভেম্বর ২০২১) অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাদারে মনোয়ন পত্র জমা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) মননোয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা নির্বাচন অফিসার, ও জেলা রিটানিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান প্রার্থীরা।

রাজবাড়ী সদর : আওয়ামী লীগ (মননোনীত) ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন-

মিজানপুরে মোঃ টুকু মিজি,খানগঞ্জ এ মুহাম্মদ শরিফুর রহমান সোহান, চন্দনীতে শেখ আব্দুর রব, সুলতানপুরে মোঃ লুৎফর রহমান চন্নু, শহীদ ওহাবপুরে নুর মোহাম্মদ ভূইয়া, পাচুরিয়াতে কাজী আলমগীর হোসেন,দাদশীতে মোঃ রমজান আলী, বরাটে মোঃ ফরিদ উদ্দিন শেখ,বানিবহ ইউনিয়নে মোছাঃ শেফালী আক্তার,রামকান্তপর ইউনিয়নে মোঃ আবুল হোসেন বিশ্বাস, মুলঘর ইউনিয়নে ওহিদুজ্জামান,খানখানাপুরে মোঃ আমীর আলী মোল্লা,বসন্তপর ইউনিয়নে মোঃ আব্দুল মান্নান মিয়া, আলীপুর ইউনিয়নে মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলন।

১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা,

মিজানপুর ইউয়িনঃ বর্তমান চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন বাবলু সিকদার।খানগঞ্জ ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আনোয়ার হোসেন সরদার, খন্দকার গোলাম কিবরিয়া,সমাজ তাত্রিক দল জাসদ এর খন্দকার আতাউর রহমান।আলীপুরে ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকত হাসান,সাবেক চেয়রাম্যান মোঃ শাহীন শেখ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, আলীপুর ইউনয়িন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান বক্কার।দাদশী ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মোঃ দেলোয়ার শেখ, মোঃ নুরনবী শেখ।বরাট ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান কাজী সামচুউদ্দিন।পাচুরিয়া ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান রতন, আনোয়ার হোসেন মিয়া, আলাল খান।চন্দনী ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সিকদার,মোঃ শাহাদত হোসেন মন্ডল।রামকান্তপুর ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা,মিনা বেগম, রাজিব মোল্লা।মূলঘর ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসুল্লী এস এ হিরু, মোঃ আক্তার মন্ডল নেপাল।বসন্তপুর ইউয়িনঃ বর্তমান চেয়ারম্যান মর্জা বদিউজ্জামান, সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার, কাজী মাইনুল হক, মোঃ আব্দুল আলিম সিকদার, মোঃ মাহামুদ হাসান কাজল।শহিদওহাবপুর ইউনিয়নঃ একেএম শফিউদ্দিন, তোরাব আলী মন্ডল, মোঃ সজিব ফকির, মোঃ আবু জাফর, মোঃ নাজমুল হাসান নোমান, নাজমা বেগম।সুলতানপুর ইউনিয়নঃ জালাল উদ্দিন মোল্লা,খালিদ হোসেন মুন্সি, মোঃ হাবিবুর রহমান, আশিকুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মেহেদী জুনায়েদ যোগদাত।খানখানাপুর ইউনিয়নঃ হোসেন মোঃ সোহান, মোঃ আমজাদ হোসেন, একেএম ইকবাল হোসেন,আতিক আল আলম, মোঃ শাহিন খান।বানিবহ ইউনিয়নঃ নেই

চেয়ারম্যান পদে ৬২জন, আওয়ামী লীগ মননোনীত নৌকা প্রতিকে ১৪জন, হাত পাখা ২,ওয়াকর্স পাটি ১, জাসদ ১, মোট দলীয় ১৮জন।স্বতন্ত্র ৪৪জন।এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১৫৮জন, সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৪৫০জন।

উল্লেখ্য, আগামী (২৬ ডিসেম্বর ২০২১) রাজবাড়ী সদরের (১৪) ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী বাছাই আগামী (২৯ নভেম্বর ২০২১)। আপিল ৩০ থেকে (২ ডিসেম্বর ২০২১)। আপিল নিষ্পত্তি (৩) থেকে (৫ ডিসেম্বর ২০২১)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ (৬ ডিসেম্বর ২০২১)। প্রতীক বরাদ্দ (৭ ডিসেম্বর ২০২১)।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: