শিরোনাম

South east bank ad

শেরপুরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নকলা জয়ী

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেরপুর আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল উপ-পরিষদ আয়োজিত ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় তিনি বলেন, শেরপুরে এখন প্রচুর টুর্নামেন্ট হচ্ছে। আমরা চাই এসব টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের হয়ে আসুক। তারা শেরপুরের নাম জাতীয় পর্যায়ে তুলে ধরুক। তিনি খেলোয়াড়দের বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক শেরপুরের কৃতি সন্তান জ্যোতির কথা তুলে ধরে বলেন, তোমাদেরও জ্যোতির মতো জাতীয় পর্যায়ে অবদান রাখতে হবে। তিনি ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলার প্রতিও জোর দেন।

পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ প্রমুখ।

উদ্বোধনী খেলায় নির্ধারিত নির্ধারিত সময় ১-১ গোলের সমতা থাকায় টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারিত হয়। খেলার শুরুতেই এক গোল করে এগিয়ে যায় নকলা উপজেলা দল। পরে নালিতাবাড়ী দলের ডিফেন্ডাররা নিজেদের ডিবক্সে ফাউল করায় পেনাল্টি পেয়ে খেলায় সমতা ফেরায় নকলা। পরে দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নকলা উপজেলা দল নালিতাবাড়ীকে ৪-৩ গোলে পরাজিত করে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে নকআউট ভিত্তিতে জেলার ৫ উপজেলা দল অংশ নিচ্ছে। আগামী ২০ নভেম্বর একই মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: