শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্গন প্রচারে বাধা হুমকী প্রাননাশের অভিযোগ

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :

দুর্গাপুরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্গন স্বতন্ত্রপ্রার্থীর প্রচারে বাধা হুমকী প্রাননাশের অভিযোগ উঠেছে।

উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী মোঃ সাদেকুল ইসলাম(আনারস) এ অভিযোগ করেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন তার প্রতিদ্বন্ধি প্রার্থী শাহিনুর আলম সাজু (নৌকা) সে অন্য উপজেলা থেকে ভাড়াটে লোক এনে তার পুত্র সানজাদুল আলম পিয়াস ও জামাতা রাশিদুজ্জামান রাজন ঐ সকল লোকজন সাথে নিয়ে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্গন করে যাচ্ছে, তাছাড়া স্বতন্ত্রপ্রার্থীর প্রচারে বাধা, মিথ্যা মামলায় জরানো প্রার্থীসহ কর্মীদের প্রকাশ্যে প্রানণাশের হুমকী দিয়ে যাচ্ছে।

এ সকল বিবরণ উল্লেখ পূর্বক নির্বিগ্নে তার প্রচারণা ও তিনিসহ তার কর্মীদের জীবনের নিরাপত্তা চেয়ে ১৪ নভেম্বর রিটার্নিং অফিসার বরাবর এক লিখিত আবেদন করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: