শিরোনাম

South east bank ad

খুলনায় শিশু হত‌্যায় সৎ মা‌য়ের ফা‌সির দণ্ড

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ হেদায়েতউল্লাহ, (খুলনা) :

খুলনার তেরখাদা উপ‌জেলার আড়কা‌ন্দি গ্রা‌মের শিশু কণ্যা তানিশা খাতুনকে (৫)‌ ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যার দা‌য়ে সৎ মা তিথী আক্তার মুক্তাকে ফাঁ‌সির রায় দি‌য়ে‌ছেন আদালত। আজ সোমবার (১৫ ন‌ভেম্বর) দুপু‌রে খুলনার জেলা ও দায়রা জজ (‌সি‌নিয়র জেলা জজ) মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষনা ক‌রেন।

রায় ঘোষণাকা‌লে দন্ডপ্রাপ্ত আসা‌মি আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌ল। সে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত‌্যার শিকার শিশু তা‌নিশা ‌তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের মোঃ খাজা শেখের মেয়ে।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী এনামুল হক জানান, তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের আনসার ব্যাটালিয়নের সদস্য মোঃ খাজা শেখের দিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সা‌থে পু‌র্বের স্ত্রীর সন্তান শিশু তা‌নিশা থাক‌তো । স্বামীর সা‌থে পারিবা‌রিক কল‌হের জের ধ‌রে চল‌তি বছর ৬ এ‌প্রিল রা‌তে শিশু তা‌নিশাকে তার সৎ মা তিথী আক্তার মুক্তা দা দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেন। তা‌নিশার বাবা এসময় পোষ্টিং বান্দরবনে ছি‌লেন।

এঘটনায় পর‌দিন তেরখাদা থানায় তা‌নিশার দাদা মামলা দা‌য়ের করেন। হত‌্যাকা‌ন্ডের বিষ‌য়ে গ্রেফতার হওয়ার পর মুক্তা ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেয়। তদন্ত কর্মকর্তা এসআই শ‌রিফুল ইসলাম এবছরই ৩১‌ মে অাদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। ৭ কার্য দিব‌সে মামলার রায় ঘোষনা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: