South east bank ad

ব্যাটালিয়নের অভিযানে সুনামগঞ্জে ভারতীয় মালামাল জব্দ

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

আজ মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ০২ নভেম্বর রাত সাড়ে ৩টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নে অবস্থিত মোহনপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইউনুছ আলী এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করে আসছিল।

তথ্য অনুযায়ী ভারতের সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের তারা করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

এসময় বিজিবি’র টহল দলটি ঘটনাস্থল থেকে scalp vein-৪৩,১৫০ টি, 100 spino can-৭৬৫টি, infusion set-১,১৫০ টি এবং trans fusion set-২,২৩০ টি জব্দ করে।

জব্দকৃত ভারতীয় চোরাচালানকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪৫,৫৬,৩১০/- (পয়তাল্লিশ লক্ষ ছাপান্ন হাজার তিনশত দশ) টাকা।

জব্দকৃত মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, উক্ত অভিযানে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: