শিরোনাম

South east bank ad

নাটোরে কৃষি যন্ত্র বিতরণ

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচীর আওতায় নাটোরে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন্ড হারভেস্টরের চাবি হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সীমিত ভূমির উৎপাদন বহুগুণে বেড়েছে। দেশের বিপুল জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণ করে কৃষিক্ষেত্রের বিভিন্ন উৎপাদন এখন বিদেশে রপ্তানী হচ্ছে।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনী খাতুন সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস ও উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম জানান, ২০২১-২২ অর্থ বছরে খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ আওতায় নির্ধারিত কৃষি যন্ত্রপাতির উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ হ্রাসকৃত মূল্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হলো। পর্যায়ক্রমে আরো সাতজন নির্বাচিত কৃষক এই যন্ত্র পাবেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: