শিরোনাম

South east bank ad

কালকিনিতে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হোসেন, (মাদারীপুর) :

দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মোট ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী রির্টানিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসব প্রার্থী দলীয় ও সমর্থিত নেতাকর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রথমে উপজেলা চত্ত্বরে আসেন, পরে এই মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ১৩১জন ও সাধারন ওয়ার্ডে পদের জন্য ৪০৮ জন মনোনয়নপত্র জমা দেন।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৬শ’ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কর্মকর্তা ও পুলিশ।

১৩ টি ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা তারা হলেন গোপালপুর ইউনিয়নে মোঃ মহসিন, মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর, মোঃ দেলোয়ার হোসেন সরদার, মোঃ শাহাদাত হোসেন ও মোতালেব আকন।

আলীনগর ইউনিয়নে মোঃ হাফিজুর রহমান মিলন, মোসাঃ শামিমা জাহান, রুহুল আমিন তালুকদার ও মোঃ শাহিদ পারভেজ।

কয়ারিয়া ইউনিয়নে কামরুল হাসান নুরমোহাম্মদ, তোফাজ্জেল আহম্মেদ, একেএম সালেক, মোঃ জাকির হোসেন ও ইসমাইল কাজী।

সাহেবরামপুর ইউনিয়নে মোঃ আব্দুল্লাহ, কামরুল হাসান সেলিম ও মাহবুবুর রহিম মুরাদ।

বাঁশগাড়ী ইউনিয়নে ফারুক মোল্লা, মোকাদ্দেস, মুস্তাফিজুর রহমান সুমন ও আব্দুল্লাহ আল মামুন।

লক্ষীপুর ইউনিয়নে তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, মৌসুমী হক সুলতানা, লিয়াকত হোসেন ও মজিবর মোল্লা।

নবগ্রাম ইউনিয়নে বিভূতী ভূষন বাড়ৈ ও দুলাল তালুকদার।

ডাসার ইউনিয়নে সাইদুর রহমান, খোরসেদ আলী, মিজবাহুল হক, জাকির হোসেন, কাজী সবুজ, আনোয়ার হোসেন, আবুবক্কর ও রেজাউল করিম ভাষাই।

বালিগ্রাম ইউনিয়নে ইসমাইল হোসেন, মজিবর রহমান, আবুল কালাম, ইসতিয়াক হোসেন ও সালাম।

কাজীবাকাই ইউনিয়নে নুরমোহাম্মদ, সাত্তার আকন, সাইদুল ইসলাম ও লাল মোহাম্মদ।

সিডিখাঁন ইউনিয়নে চাঁন মিয়া সিকদার, মিলন প্যাদা ও মান্নান সরদার।

রমজানপুর ইউনিয়নে বিএম মিল্টন ইব্রাহীম ও আলীনুর তালুকদার।

শিকারমঙ্গল ইউনিয়নে সিরাজুল আলম মৃধা, সিরাজুল হক মাল, এম এ কুদ্দুস ও রোকেয়া বেগম।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার দীপক বিশ্বাস জনকণ্ঠকে বলেন, চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৩১ জন ও সাধারন ওয়ার্ডে ৪০৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: