শিরোনাম

South east bank ad

শ্রীবরদীতে ইয়াবা ও গাঁজাসহ আটক- ২

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপু‌রের শ্রীবরদী‌তে ১শ ১০‌পিস ইয়াবা ও ৭০গ্রাম গাঁজাসহ পৃথক অ‌ভিযা‌নে দুই মাদক ব‌্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে জেলা মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর।

বুধবার (১৩ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলার তা‌তিহা‌টি প‌শ্চিমপাড়া এলাকার হা‌বিবুর রহমা‌নের ছে‌লে ইয়াবা ব‌্যবসায়ী হারুন অর র‌শিদ‌ (৪০)‌কে আটক করা হয়। অপর দি‌কে উপ‌জেলার পুরান শ্রীবরদী এলাকার ম‌ফিজল হ‌কের ছে‌লে গাঁজা ব‌্যবসায়ী শুকুর আলী‌ (৩২)‌ কে আটক করা হয়।

জেলা মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে প‌রিদর্শক এনামুল হক, উপ-প‌রিদর্শক মোস্তা‌ফিজুর রহমান, জসীম উদ্দিন, সহকা‌রি উপ-প‌রিদর্শক আবু ছো‌ফিয়ান তরফদার, সিপাই সা‌ব্বির আহ‌ম্মেদসহ সঙ্গীয় ফোর্স নি‌য়ে শ্রীবরদী উপ‌জেলার তা‌তিহা‌টি প‌শ্চিমপাড়া এলাকায় অ‌ভিযান চালায়। এসময় ১শ ১০‌পিস ইয়াবাসহ হা‌তেনা‌তে হারুন অর র‌শিদ‌কে আটক করা হয়।

প‌রে পুরান শ্রীবরদী এলাকায় মাদক বি‌রোধী অ‌ভিযান চা‌লি‌য়ে ৭০গ্রাম গাঁজাসহ শুকুর আলী‌কে হা‌তেনা‌তে আটক করা হয়।

জেলা মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরের প‌রিদর্শক এনামুল হক ব‌লেন, দীর্ঘদিন ধ‌রে তারা মাদক ব‌্যবসার সা‌থে জ‌ড়িত ছিল। আটককৃতদের বিরু‌দ্ধে প‌রিদর্শক এনামুল হক, উপ-প‌রিদর্শক মোস্তা‌ফিজুর রহমান বাদী হ‌য়ে শ্রীবরদী থানায় পৃথক দু‌টি মামলা দা‌য়েরের প্রস্তু‌তি চল‌ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: