South east bank ad

ফুলবাড়িয়ায় সেবা ফাউন্ডেশনের শাড়ি ও লুঙ্গি বিতরণ

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

‘মানবতার সেবায় সর্বদা’ এই শ্লোগান কে সামনে নিয়ে ময়মনসিংহের, ফুলবাড়িয়া উপজেলার, পুটিজানা ইউনিয়নস্থ "সেবা ফাউন্ডেশন" আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উন্নতমানের শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৬৭টি পরিবারের মাঝে উপহার হিসেবে পুটিজানা বাদশা মার্কেট এলাকায় শনিবার (৯অক্টোবর) ফাউন্ডেশনের সদস্য মিথুন চন্দ্র দে এর নেতৃত্বে বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশন অন্যান্য সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক জানান, এই ফাউন্ডেশন সকল ধর্ম, বর্ণ সম্প্রদায়ের জন্য কাজ করে। এখানে কোনো ভেদাভেদ নেই। তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ইমরুল কায়েস, বাপ্পা দে এবং ময়মনসিংহের শ্রী মা বস্ত্রালয়ের কর্ণধার পংকজ সাহাকে বড় অংকের অনুদান দিয়ে ফাউন্ডেশনের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরুল কায়েস এক প্রতিক্রিয়ায় যারা অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই কার্যক্রমে অর্থ সহায়তা দিয়ে পাশে থাকার জন্য সার্জেন্ট শফিক, মিথুন দে, ব্যাংকার উজ্জল দে, মিলন সরকার, মনুতোষ দে (রনি), ইঞ্জিনিয়ার সুমন চদ্র দে, প্রভাষক মুক্তা দেব চৌধুরী, পুলিশ সদস্য হারাধন দে, প্রবাসী সোহেল জব্বার, মাহমুদুল হাসান এবং ছাত্রনেতা তানভীর আহমেদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তাছাড়াও বিতরণকাজে নিয়োজিত সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: