শিরোনাম

South east bank ad

সরকারের বিরুদ্ধে আন্দোলন করার শক্তি বিএনপির নেই : শাজাহান খান

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাদারীপুর প্রতিনিধি

এই সরকারের বিরদ্ধে আন্দোলন করবে সেই ক্ষমতা বিএনপির নেই।এ কারনে তাদের জনগন বিশ্বাস করে না। তাদের ইতিহাসটা হলো সমস্ত খুনিদের নিয়ে বিএনপি দল করেছে। তারা বঙ্গবন্ধুকে খুন করে বিএনপি গঠন হয়েছিল। জামাতী ইসলাম যারা ৭১ সালে খুন করেছে তারা এই দলের সাথে আছে। বিএনপি খুনিদের নিয়ে দল করেছে তাই তাদের কোন পরিকল্পনা সার্থক হবে না।

শনিবার সকালে মাদারীপুর সরকারী কলেজের বিজ্ঞান ভবন ও একাডেমি ভবন কাম এক্সিমেনিশন হল দুটি নবনির্মিত ৫তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশের আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির অতি আসা কোনদিন পুরুন হবে না, জনগনকে নিয়ে রাজনীতি করেছে বঙ্গবন্ধু, জনগনকে নিয়ে রাজনীতি করেছে জননেত্রী শেখ হাসিনা। সুতারং আমি মনে করি দেশের জনগনের মনের মধ্যে বঙ্গবন্ধুর নাম। তাই জনগন আওয়ামীলীগকে পছন্ত করে। বিএনপির যে আসা সেটা কোনদিন পুরুন হবে না।

মাদারীপুর সকরারি কলেজের অধ্যক্ষ রেবতী মোহন সরকারের সভাপতিত্বে মাদারীপুর সরকারী কলেজের বিজ্ঞান ভবন ও একাডেমি ভবন কাম এক্সিমেনিশন হল দুটি নবনির্মিত ৫তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড রহিমা খাতুন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী, সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতা কর্মীসহ সহস্রাধিক ছাত্র-ছাত্রী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: