শিরোনাম

South east bank ad

তেত্রিশ বছর বয়সে ৫ বিয়ে, ৬ সন্তান ঘরে নেই কোন স্ত্রী

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

তেত্রিশ বছরের যুবক ৫টি বিয়ে এবং ৬ সন্তানের পিতা হয়েও শেষ পর্যন্ত কোন স্ত্রীকেই ঘরে ঠাই দেয়নি সে।

অনুসন্ধানে জানাগেছে নেত্রকোনাস্থ দুর্গাপুর উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্ধা মৃত হাছেন আলীর পুত্র বিল্লাল হোসেন(৩৩)এ যাবত ৫টি বিয়ে করে ৬ সন্তানের পিতা হয়েছে। এই বিয়েপাগল বিল্লালের ৫ম স্ত্রী সালমা বেগম(২০)সেও বিল্লালের ঘরে থাকতে পারেনি স্ত্রী হিসাবে। তার নেশাই হলো কাবিন বিহীন বিয়ে করা, যৌতুক দাবী করা, যৌতুক না পেলে মারপিট করে স্ত্রীকে মৌখিক তালাক দেওয়া। এমনটাই ঘটেছে ৫ম স্ত্রী সালমা খাতুন এর জীবনেও।

একই গ্রামের মোঃ দুলাল মিয়া প্রতিবেদক’কে জানান তার কন্যা সালমা খাতুন আজথেকে ১৭ মাস আগে স্থানীয় ভাঙ্গাব্রিজ নামক স্থানে দোকানে সৌদা কিনতে আসলে সেখান থেকে ঐ বিয়েপাগল লম্পট বিল্লাল জোরপূর্বক সালমাকে তুলে নিয়ে তার বাড়ীতে একই গ্রামের হামিদ এর পুত্র কাকন মিয়া, ইদ্রিস আলীর পুত্র আসাদ ও বাদশা মিয়ার পুত্র আবুলসহ আরো কয়েকজনের উপস্থিতিতে সালমাকে কাবিন বিহীন বিয়ে করে। এর পর থেকে চলতে থাকে তাদের সংসার, এরি মাঝে তাদের একটি পুত্র সন্তান জন্মনেয়, বর্তমান বয়স তার ৪ মাস। বিগত কয়েক মাসধরে বিয়েপাগল তৌতুক লোভী লম্পট বিল্লাল তৌতুকের দাবীতে সালমার উপর চালায় অমানুসিক নির্যাতন।

বিগত ১৮/৮/২০২১ ইং তারিখে এক লক্ষ টাকা যৌতুক দাবীতে পুনরায় নির্যাতন ও মারপিট করলে সালমা অজ্ঞান হয়েগেলে তার পিতার সহায়তায় স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করা হয় সালমাকে,তার ভর্তি রেজিঃনং-৬৭১৭/৩। চিকিৎসাশেষে সালমা বেগম ও তার পিতা দুলাল মিয়া যৌথভাবে এই কাহিনী তুলেধরেণ প্রতিবেদকের কাছে। সালমা নিরোপায় হয়ে বর্তমানে গরীব পিতার আশ্রয়েই রয়েছে, ৪ মাসের সন্তান সহ ঘর-সংসার করতে চায় সালমা, কিন্তু এতে পাত্তাই দিচ্ছেনা ঐ লম্পট বিল্লাল।

উল্লেখ্য যে, ফুলপুর-নোয়াগাও গ্রামের পিতা-অজ্ঞাত নার্গিস বেগম’কে প্রথম বিয়ে করে ঐ স্ত্রীর মাধ্যমে রয়েছে তার ১ কন্যা। দশাল গ্রামের মৃত-আঃ সাত্তারের মেয়ে রবিনা খাতুন’কে দ্বিতীয় বিয়ে করে ঐ স্ত্রীর মাধ্যমে রয়েছে তার ১পুত্র। সাতাশি গ্রামের পিতা-অজ্ঞাত চাঁদনী বেগম’কে তৃতীয় বিয়ে করে, ঐ স্ত্রীর মাধ্যমে রয়েছে ১পুত্র। কলমাকান্দার পিতা-অজ্ঞাত পিংকী বেগম’কে চতুর্থ বিয়ে করে ঐ স্ত্রীর রয়েছে ২পুত্র। সর্বশেষ দশাল গ্রামের দুলাল মিয়ার কন্যা সালমা’কে পঞ্চম বিয়ে করে, তার রয়েছে ৪ মাসের ১পুত্র সন্তান। পঞ্চম স্ত্রী সালমা’র দাবী পুত্র সন্তান সহ তাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দেওয়া হউক,সেও স্বামী- সন্তান নিয়ে ঘর-সংসার করে জীবন কাটাতে চায়। এদিকে ফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদনের সকল বিষয় শিকার করে বিল্লাল বলেন সব দোষ আমার, আমি এখন কি করবো তাও বুঝে উঠতে পারছিনা। তবে পিংকী’কে পুনরায় ঘরে নিয়ে স্ত্রীর মর্যাদা দিতে চাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: