প্রকাশ্যে পাহাড় কাটছেন থানচি উপজেলা চেয়ারম্যান
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানে ক্ষমতার দাপট দেখিয়ে বাড়ি নির্মাণের জন্য প্রকাশ্যে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমার নামে। এস্কেভেটর দিয়ে কিছুদিন ধরে প্রকাশ্যে দিবালোকে প্রায় পাঁচ একর পাহাড়টির অনেকটাই বর্তমানে সমতল ভূমিতে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, থানচি বাসস্টেশন থেকে আমতলী যাবার রাস্তা সংলগ্ন ইউনিয়ন পরিষদ এলাকায় দুটি এস্কেভেটর দিয়ে সমান তালে পাহাড় কাটা হচ্ছে। পাহাড়টি থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমার নিজস্ব সম্পত্তি। বাড়ি নির্মাণের নামে তিনি ইতোমধ্যে পাহাড়টির অনেকটাই কেটে সমান করে ফেলেছেন।
স্থানীয়রা জানায়, বর্তমান উপজেলা চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদের সদস্য ছিলেন। সে সুবাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পাহাড় কেটে ধ্বংস করছেন। এ বিষয়ে আইনের কোনও তোয়াক্কা করছেন না তিনি। প্রকাশ্যে এস্কেভেটর মেশিন দিয়ে সমানে কাটছেন পাহাড়। কেটে ফেলা পাহাড়ের মাটি চড়া দামেও বিক্রি করেও মোটা অঙ্কের টাকা আয় করছেন তিনি।
পাহাড় কাটার বিষয়ে জানতে থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমার মোবাইলফোনে কয়েকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
তবে বান্দরবান পরিবেশ অধিদফতরের পরিদর্শক আবদুস সালাম বলেন, আমি পাহাড় কাটার বিষয়ে শুনেছি। দুই-একদিনের মধ্যে থানচি গিয়ে বিষয়টি সরেজমিন দেখে ব্যবস্থা নেবো। পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদফতরের কোনও ছাড়পত্র নেওয়া হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউল গণি ওসমানী।