South east bank ad

গোসাইরহাটে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :

"বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি" এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উপল‌ক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সাংবা‌দিক‌দের সা‌থে এক মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় সি‌নিয়র উপ‌জেলা মৎস্য কর্মকর্তার কার্যাল‌য়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হকের সভাপতিত্বে গোসাইরহাটে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হক বলেন, ২০১৮-১৯ অর্থ বছ‌রে দে‌শে মোট মৎস উৎপাদন বৃ‌দ্ধি পে‌য়ে ৪৩.৮৪‌মে‌ট্রিকটন। যা গত ৩৫ বছ‌রের ব্যবধা‌নে মোট মৎস উৎপাদন বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে সা‌ড়ে ৫গুন। ই‌লিশ উৎপাদ‌নে ১১টি দে‌শের ম‌ধ্যে মৎস উৎপাদ‌নে বাংলা‌দে‌শের অবস্থান ১ম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: