গফরগাঁওয়ে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে কাপড়ের দোকান সহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানের মালিকগণ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
বাজার ব্যবসায়ী ও আগত লোকজন জানান, রাত সাড়ে ৭ টার দোকান গুলো তালাবদ্ধ করে রেখে বাড়িতে যায় তারা।
৮ টার দিকে ২টি দোকানের ভেতরে হঠাৎ করেই ধোঁয়ার কুন্ডুলি দেখে আগুনের বিষয়টি টের পান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।