পৃথক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২
প্রসীদ কুমার দাস, (প্রতিনিধি) :
গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দূর্ঘটনায় মাহাবুবুর রহমান মৃধা (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি ও রাতইল টুকু বাজার নামক এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান এসব দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল চালক মাহাবুবুর রহমান মৃধা মুকসুদপুর উপজেলার লোহাচূড়া গ্রামের হিরু মৃধার ছেলে।
ওসি মো. আজিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন মাহাবুবুর। এ সময় মোটর সাইকেলটি পঞ্চবটি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মাহাবুবুর মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের একই উপজেলার রাতইল টুকু বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে লাভেলো আইসক্রীমের একটি কাভার্ড ভ্যান খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যাত্রী মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।