শিরোনাম

South east bank ad

ভোলায় চোরাই ব্যাটারিসহ আটক-১

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সিমা বেগম, (ভোলা) :

সাম্প্রতিক সময়ে ভোলা শহরের বিভিন্ন অলিগলি থেকে চুরি হয়ে যায় অটো বোরাক ও শুধু ব্যাটারী, যা নিয়ে ভোলার আইনশৃঙ্খলাকে দোষারোপ করেছে অনেক।

চোরাইকৃত অটো ও ব্যাটারী চোরের রহস্য বের করতে ভোলার পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসি এনায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপনে অনুসন্ধান করেন, কোথায় যায় এই চোরাই ব্যাটারীগুলো?

অবশেষে আজ দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ৮নং ওয়ার্ডের বিদ্যুৎ অফিস সংলগ্ম জাহাঙ্গীরের বাড়ী থেকে ৫২ পিস ব্যাটারী উদ্ধার করেন এবং চোরাই ব্যাটারির গডফাদার জাহাঙ্গীর কে আটক করেন। আটকৃত জাহাঙ্গীর ওই এলাকার আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর এই অবৈধ চোরাকারবারি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন অনুসন্ধান করে অবশেষে আজ ৫২পিস চোরাই ব্যাটারী ও একজন কে আটক করা হয়েছে।

ওসি বলেন, যদি কারো অটোরিক্সা/অটোরিক্সার ব্যাটারী ইতিপূর্বে চুরি হয়ে থাকে, তবে তাদেরকে ভোলা সদর মডেল থানায় উপস্থিত হয়ে ব্যাটারী শনাক্ত করার অনুরোধ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: