শিরোনাম

South east bank ad

ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনার দাবীতে স্মারকলিপি

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপলগঞ্জ):

করোনা দুর্যোগকালে গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীরা বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার দুপুরে (১ টায়) গোপালগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপিতে বলা হয়েছে করোনাকালে সারাদেশে প্রায় ছাব্বিশ হাজার বই ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব ব্যবসায়ীরা যাতে আগামীতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে জন্য পুস্তক ব্যবসা খাতে কমপক্ষে এক হাজার কোটি টাকা সহজ শর্ত ও স্বল্পসুদে বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণার দাবী জানান।

স্মারকলিপি প্রদানকালে বাপুস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও ঢাকা বিভাগীয় দক্ষিণের সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র গোলদার, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাইদুজ্জামান, সবুজ মোল্লা, ওবায়দুর রহমান, কাজী আবু বক্কার প্রমূখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: