রাজশাহীতে ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ গ্রেফতার-৩
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি ছোরা ও ১ টি হাসুয়াসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট)বিকেল পৌনে ৫টায় বোয়ালিয়া থানার সুজানগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার (১১ আগস্ট) নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানায়
গ্রেফতারকৃত আসামীরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর মথুরডাঙ্গা গ্রামের মো. নওশাদ আলীর ছেলে মো. আরিফ হোসেন ডলার (২৬), মৃত ফুলুয়া বাবুর ছেলে শ্রী রাহুল (৩২) ও মো. ইসলামের ছেলে মো.নাজির (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে এসআই মো. মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার সুজানগর বালুর মাঠের পশ্চিমে পুকুর পাড়ে ৩ জন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে পৌঁছে আসামীদের গ্রেফতার করে। এ সময় তল্লাশী করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১ টি ছোরা ও ১ টি হাসুয়া উদ্ধার হয়।স গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।